আজকাল ওয়েবডেস্ক: সময় মতো ঋণ শোধ না করায় প্রতিবেশীর সঙ্গে বচসা। তা ঘিরেই বড়দিনের আগে পশ্চিম দিল্লিতে ২৯ বছরের যুবককে কুপিয়ে করার অভিযোগ উঠেছে।
২২ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি বাগ এলাকায়। মৃত যুবকের নাম বিনোদ। পুলিশ সূত্রে খবর, মহম্মদ আবদুল্লা ওই এলাকারই বাসিন্দা। সে ইলেকট্রিশিয়ান ছিল। ১৫০০ টাকা নিয়ে বিনোদ আর আবদুল্লার ঝামেলা হয়।
দিন কয়েক আগে ওই টাকা নিতে আবদুল্লার বাড়িতে যান বিনোদ। সেই সময় আবদুল্লা ঘরে ছিল না। টাকা না পেয়ে ওইদিন আবদুল্লার পরিবারের সদস্যদের অপমান করেন বিনোদ। বাড়ি ফিরে এই ঘটনা জানতে পেরেই পরেরদিন বিনোদের বাড়িতে গিয়ে হামলা করে আবদুল্লা। ধারাল অস্ত্র দিয়ে বিনোদকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় সে। সেদিনই বিনোদের বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ। দেহের আঘাতের চিহ্ন দেখেই তদন্ত শুরু করে। ২৫ ডিসেম্বর আবদুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।